নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার এর তদারকি অভিযানে ভেজাল গুড় উৎপাদন কারীকে জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার(১০ ফেব্রুয়ারী)দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুঁড়ি গ্রামে”জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ” সহকারী পরিচালক মোঃমাহমুদুর রহমান এর নেতৃত্বে তদারকি অভিযান পরিচালিত হয়। মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য মিশিয়ে গুড় তৈরি করার অপরাধে”ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর” ৪১ ও ৪২ ধারায় মোঃদুলাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় অভিযান সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃমোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।