Crime News tv 24
ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা থানার এএসআই আলতাফ মাহমুদ চতুর্থ বারের মতো জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

এম জালাল উদ্দীন:পাইকগাছা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলায় মাসিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় এএসআই আলতাফ মাহমুদ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৪ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারী মাসের সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি পরপর ৪বার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন।

এ উপলক্ষে রোববার সকালে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশারাফের হোসেনের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন ২০২৫ সালের জানুয়ারি মাসে তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা করেন। এসময় ২০২৫ সালের জানুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে পাইকগাছা থানার আলতাফ মাহমুদ কে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করেন।

 

এবিষয়ে এএসআই আলতাফ মাহমুদ জানান, পাইকগাছা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনা সহ পুলিশি সহযোগিতায় আমার এ অর্জন। ওসি স্যার,ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান ও অন্যান্য এসআই, এসআইএস কনস্টেবল সহ থানার সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এএসআই আলতাফ মাহমুদ।