Crime News tv 24
ঢাকাশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফির পর মুশফিককেও ছাড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ

নাইস মর্নিং ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২১ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম খেলায় জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও ছাড়িয়ে যান তিনি।

কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে দেশের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে বেশি ১০টি ম্যাচ জয়ে নেতৃত্ব দেন মাশরাফি ও মাহমুদউল্লাহ।

কিউইদের বিপক্ষে চলমান এ সিরিজের প্রথম খেলায় জয়ের মধ্য দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়িয়ে যান মাশরাফি বিন মুর্তজাকে।

শুধু মাশরাফিকেই নয়, মাহমুদউল্লাহ রিয়াদ শুক্রবার ছাড়িয়ে যান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে দেশের হয়ে ২৩ ম্যাচে নেতৃত্ব দেন মুশফিক।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে ২৪তম ম্যাচে নেতৃত্ব দেন রিয়াদ। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪টি টি-টোয়েন্টিতে অধিনায়কের ভূমিকা পালন করেন এই অলরাউন্ডার।

দেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৮ ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফি।