Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায়, অপারেশন ডেভিল হান্ট:- মোংলায় রাতভর অভিযানে আটক-০৪

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় অপারেশন ডেভিল হান্টে, মোংলায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহীনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৬ টা পর্যন্ত মোংলা চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ওই এলাকা হতে সর্বমোট ৪ (চার) জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চাঁদপাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), আওয়ামী লীগ নেতা-কর্মী মোঃ ডালিম (৫২), মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন শফিকুর রহমান (৭২) ও আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র রায় (৬৬) কে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়,
তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।