বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল,হিজলার ধুলখোলা ইউনিয়ন শাখার আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ফেব্রুয়ারী ) বিকেলে ৫৭ নং আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুলখোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল উত্তর জেলা আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন। বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন পোদ্দার, বরিশাল উত্তর জেলা ওলামা দল আহবায়ক মাওঃ মোঃ লুৎফুল্লাহ, ধুলখোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ রাজ্জাক সরদার, যুগ্ম-আহবায়ক সগির আহমেদ, উলানিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি নলী মোহাম্মদ জামাল হোসেন বলেন, দেশ তথা কৃষকের সার্বিক উন্নয়নে কৃষকদলের হাতকে শক্তিশালী করতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি খাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। কৃষকবান্ধব শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী কৃষকদলের নেতা-কর্মীরা কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা কৃষক দল সদস্য সচিব মোঃ ফয়েজ আহাম্মেদ, ধুলখোলা ইউনিয়ন কৃষক সাধারন সম্পাদক শাহিন সিকদার, যুবদল আহবায়ক জাহাঙ্গীর খান,যুগ্ন-আহবায়ক জাকির হোসেন খান, শ্রমিক দল সভাপতি মোঃ শাহজাহান, স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।