Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডিএমপি কোতয়ালী থানাধীন জিন্দাবাহার পার্কের উত্তর পার্শ্বে বাবুবাজার ব্রীজের ঢালে পাকা রাস্তার উপর থেকে কোতয়ালী থানার মোবাইল সিসি নং-২০৪/২৫, তাং-১১/০২/২০২৫ খ্রি. মূলে এসআই (নিরস্ত্র)/

মোঃ আকতার হোসাইন (বিপি-৮৪১৩১৫৮৯৭৮) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় দিবাকালীন কিলো-৩২ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে মাদক ব্যবসায়ী সমির রায়(৩৫)কে পিতা-মৃত সুকুমার রায়, মাতা-মৃত রেখা রানী রায়, সাং-ধনমতিখোলা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-আগানগর, (সঞ্জয় বর্মনের বাড়ী), থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে গ্রেফতার করে। এসময় তাহার হেফাজত হতে১৩ বার বোতল মদ, প্রতিটি বোতলে ইংরেজীতে Carews Imperial Whisky/ Carews Tsarina Vodka লেখা আছে, যাহার প্রতিটি বোতলে ৭৫০ মি.লি. করে (৭৫০x১৩)=৯,৭৫০মি.লি. (খ) ০৬ (ছয়) বোতল মদ, প্রতিটি বোতলে ইংরেজীতে Carews Orange Curacao/Carews Tsarina Vodka লেখা আছে, প্রতিটি বোতলে ৩৭৫ মি.লি. করে (৩৭৫x৬)=২,২৫০ মি.লি., সর্বমোট=(৯,৭৫০+২,২৫০)=১২,০০০ মি.লি. তথা সর্বমোট ১২ (বারো) লিটার মদ, যাহার বাজার মূল্য অনুমান ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা উদ্ধার। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।১১,০২,২০২৫