টেকনাফ প্রতিনিধি:-
টেকনাফ বাহারছড়া শামলাপুরে চলমান ডেভিল হান্ট অপারেশন বিশেষ অভিযানে আবদুল মালেক (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত আব্দুল মালেক বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বাহারছড়া ইউনিয়ন যুবদলের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক কারবারি ইউনুস মেম্বারের ছোট ভাই বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)বিকাল ৪:০০ টায় ইউনিয়নের শামলাপুর বাজার এলাকার নিজ জ্বালের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে অবৈধপথে চোরাচালান ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন শাহা।
বিশেষ সুত্রে: জানা যায়, সারাদেশের ন্যায় ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আওয়ামী লীগের আমলে দেশে নিপীড়ন জ্বালাউপোড়াউ অগ্নিসংযোগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা সহ নানা অপরাধের সুত্রে অভিযানে নামে প্রশাসন, তারি ধারাবাহিকতায় আজ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা আবদুল মালেক’কে তার নিজ দোকান থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে কোনো অবৈধ কারেন্ট জ্বাল বা মাদকদ্রব্য উদ্ধার করা না গেলেও চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তদন্ত কেন্দ্রে তার বিরুদ্বে অভিযোগ রয়েছে। আটকের পর পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোন চেক করলে দেশে চলমান অভিযানে তার দলের নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকার বার্তা সহ মায়ানমারের অনেক মাদক কারবারির সাথে তার যোগাযোগের প্রমাণ পেয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বিশেষ ব্যক্তিরা জানান, যুবলীগ নেতা আবদুল মালেক এলাকায় চিহ্নিত কারেন্ট জ্বাল ব্যবসায়ী, চোরাচালান ও মাদককারবারি হিসেবে ব্যাপক পরিচিত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সে দোকান বন্ধ করে এলাকা থেকে গা ঢাকা দিয়ে চললেও নাশকতায় ও অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষে সম্প্রতি আবারও এলাকায় অবস্থান করে।যৌথবাহিনীর এই অভিযান চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে স্থানীয়রা মনে করছেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন শাহ্ জানান,বিকাল ৪:০০টায় তাকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ যাচাই করা হচ্ছে।আগামীকাল সকালে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।