গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ডেমর পাড়া এলাকায় নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে সেবার সিড়ি বেয়ে ,সাফল্যের অগ্রযাত্রায় গৌরবময় ২৫ বছর পূর্তি ২০২৫ উদযাপন উপলক্ষে রজত জয়ন্তী (জুবলী) অনুষ্ঠান ও ১৭ তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ভাইস- চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সরকার এর সভাপতিত্বে এবং মোঃ রাশেদ সরকার,সেক্রেটারী বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. আগস্টিন পিউরিফিকেশন, মাননীয় চেয়ারম্যান,দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এবং কালব্ , গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আরিফা সুলতানা,জেলা সমবায় কর্মকর্তা,গাজীপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ সরকার, সাধারণ সম্পাদক পূবাইল থানা বিএনপি, আবুল হোসেন (লিংকন), সদস্য সচিব পূবাইল থানা বিএনপি,আরো উপস্থিত ছিলেন প্যাট্রিক পালমা, জিএম কালব্ , বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টার, উপদেষ্টা বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, আতিক উল্লাহ আতিক, সেক্রেটারী কালব্ , আগস্টিন প্রতাপ গমেজ, চেয়ারম্যান দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ , মি. হেনরী পেপিলন পিউরিফিকেশন, সেক্রেটারী দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, মি. সুজয় পিউরিফিকেশন, ডিরেক্টর দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ,মোঃ সৈয়দ মেহেদী মাসুদ, উপজেলা সমবায় অফিসার, গাজীপুর সদর গাজীপুর, এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সদস্য ও সদস্যাগন, সম্মানিত উপদেষ্টা মন্ডলী, বোর্ড অফ ডিরেক্টরের সদস্যগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।