বগুড়ার আদমদীঘি সান্তাহার দাখিল মাদ্রায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক। গতকাল মঙ্গলবার বেলা বারোটায় মাদ্রাসার হলরুমে ষষ্টশ্রেণী হতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে চল্লিশ জন ছাত্রকে পাজামা পাঞ্জাবী নব্বইজন ছাত্রীকে বোরকা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহ সুপার মাওলানা কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম । বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পোৗর জামায়াতেরভারপ্রাপ্ত আমির শামছুল হক। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পোশাক বিতরন শেষে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করা হয় !