সপ্তাহটি কেমন যাবে ১২ রাশির জাতক জাতিকার
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত
মোবাইলঃ ০১৭১৬-৬০৮০৮২
এ সপ্তাহে মহাকাশের গ্রহ সমূহের মধ্যে বুধের কন্যা রাশিতে অবস্থান। রবির সিংহ রাশিতে অবস্থান। শুক্রর কন্যা নিজ রাশি তুলায় অবস্থান। মঙ্গলের কন্যা রাশিতে অবস্থান। রাহুর বৃষ রাশিতে ও কেতুর বৃশ্চিক রাশিতে তুঙ্গী অবস্থান। শনির মকর রাশিতে বক্রী, বৃহস্পতির কুম্ভ রাশিতে বক্রী হয়ে বক্রী নেপচুনের সাথে অবস্থান ও ১৪ সেপ্টেম্বর মকরে পূণ প্রবেশ। ইউরেনাসের মেষ রাশিতে বক্রী অবস্থান। চন্দ্রর তুলা বৃশ্চিক ধনু ও শেষ দিনে মকর রাশিতে প্রবেশ ১২ রাশির জাতক জাতিকার জীবনে শুভাশুভ কিছু মিশ্র ফল বয়ে আনবে।
আসুন জানার চেষ্টা করি বছরের ৩৭ তম সপ্তাহটি কি কি পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে আপনাদের জীবনে।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) : সপ্তাহর শুরুতেই সাংসারিক অমিমাংষিত বিষয়গুলো মিমাংষা করতে হবে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় হবে অগ্রগতি। অংশিদারী কাজে চলতে থাকা বাধা বিপত্তি কেটে যাবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। মধ্যভাগে আসবে আর্থিক উত্থান পতন। রহস্যজনক কারনে আইনগত জটিলতাও দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বাধার আশঙ্কা প্রবল। শেষার্ধে বিদেশ যাত্রা বা বৈদেশিক কাজে ভাগ্য সহায় হবে। উচ্চ শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে সাহায্য পাবেন শিক্ষকের। জীবন জীবীকার তাগিদে বিদেশ যাওয়ায় চলতে থাকা বাধা কেটে যাবে। শেষ দিনে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রবল প্রতিকূলতা মোকাবেলা করেই কর্মক্ষেত্রে নিজের অবস্থানকে টিকিয়ে রাখতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): নানা রকম অনভিপ্রেত ও অপ্রত্যাশিত ঘটনা দিয়েই শুরু হবে নতুন সপ্তাহ। অনৈতিক প্রেমের সম্পর্ক আপনার জীবনকে করতে পারে প্রশ্নবিদ্ধ। তাই কারো উপকার করতে গিয়ে ঝামেলায় না জড়ানোই হবে উত্তম। মধ্যভাগে সাংসারিক জীবনে দেখা দেবে কলহ। অহেতুক সন্দেহ আর ভুল বুঝাবুঝির কারনে দাম্পত্য সংঘাত অনিবার্য হয়ে উঠবে। অংশিদারী ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে বেড় করে আনতে পারেন। শেষার্ধে অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ আসবে। তবে পাওনাদার ও ব্যাংক থেকে আসবে ঋণ প্রদানের চাপ। পুরোন জমে থাকা আইনী জটিলতা আপনাকে ভোগাতে চলেছে। সতর্ক হতে হবে। শেষ দিনে বিদেশ সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের আশা।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): ভালোবাসার মানুষটিকে সপ্তাহর শুরুতেই দিতে হবে উপহার। সৃজনশীল কাজের ক্ষেত্রে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ আসতে চলেছে। মিডিয়ায় কাজের ক্ষেত্রে অগ্রপশ্চাৎ ভেবেই এগিয়ে যেতে হবে। মধ্যভাগে কর্মস্থলে কিছু অনাহুত জটিলতা আপনাকে মোকাবেলা করতে হবে। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের রহস্যজনক আচরনে হবেন ক্ষুদ্ধ। কিন্তু এ সময়ে মাথা ঠান্ডা রেখেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। শেষার্ধে সাংসারিক জীবনে হবে অগ্রগতি। জীবন সাথীর প্রেম ভালোবাসা আপনার মানসিক অস্থিরতাকে কমিয়ে দেবে। ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধির আশা। নতুন করে করতে পারেন বিনিয়োগ। শেষ দিনে পাওনাদারের টাকা পরিশোধ বা ক্রেডিট কার্ডেও টাকা পরিশোধ করতে হবে।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই) : পারিবারিক ছোট ছোট প্রত্যাশাগুলো পূরণের সুযোগ আসবে সপ্তাহর শুরুতেই। আয় রোজগারের ক্ষেত্রে সাহায্য আসবে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের। নিজের গৃহ লাভের স্বপ্ন হবে পূরন। মধ্যভাগে ভালোবাসায় আসতে পারে আঘাত। দীর্ঘদিনের বিশ^াস আজ প্রতারণায় পরিনত হবে। সন্তানের স্বার্থপরতায় হবেন মর্মাহত। অভিনয় শিল্পী ও কলাকুশলীদের প্রতারক থেকে হতে হবে সাবধান। শেষার্ধে কর্মস্থলে সকলের সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক ভাবে এগিয়ে যাওয়ার সময়। শেষ দিনে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি থেকে সাবধান। জীবন সাথীর অসুস্থতায় অর্থ ব্যয়ের যোগ প্রবল।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগষ্ট) : সপ্তাহর শুরুতে কিছু ভালো ভালো সংবাদ আপনার সকল হতাশা নিরাশাকে করবে দূর। প্রতিবেশী বা ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। যোগাযোগে অগ্রগতির পাশাপাশি কাজের আলোচনায় হবেন সফল। মধ্যভাগে পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। কাজের ক্ষেত্রে রহস্যজনক অগ্রগতি হতে পারে। বক্র পথে আয় রোজগারের সুযোগ পাবেন। গৃহস্থালী দ্রব্যাদি ক্রয়ের প্রয়োজন হবে। আর্থিক সঙ্কটের হবে অবশান। শেষ দিকে সন্তানের পড়াশোনা নিয়ে চলতে থাকা সকল পেরেশানি যাবে কমে। সন্তানের বিষয়ে ভালো সংবাদ লাভের আশা। শেষ দিনে কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতার প্রভাব শরীর স্বাস্থ্যর উপর পড়তে পারে। রাগ ও জেদ কমিয়ে কাজ করুন।
কন্যা রাশি (২২ আগষ্ট থেকে ২২ সেপ্টেম্বর) : আর্থিক ক্ষেত্রে সপ্তাহর শুরুতেই হবে অগ্রগতি। বকেয়া টাকা আদায়ে সাফল্য লাভের আশা। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজ করতে পারেন। হোটেল রেস্তোরা ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। গৃহের জন্য খাদ্য সামগ্রী ক্রয়ের যোগ। মধ্যভাগে যোগাযোগে দেখা দেবে রহস্যজনক জটিলতা। তথ্য বিভ্রান্তির কারনে কিছু টাকা গচ্ছা যেতে পারে। মিডিয়ার কাজে প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল। অনলাইন কেনা বেচায় সতর্ক থাকতে হবে। সপ্তাহর শেষ দিকে আপনার প্রত্যাশা পূরণের আশা। আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি হবে। মাতৃকূলের কারো অর্থ বিত্ত পেতে পারেন। শেষ দিনে আপনার প্রেম ভালোবাসায় দেখা দেবে জটিলতা। সন্তানের শারীরিক অবস্থা ভালো যাবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর) : আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে পারেন। কর্মস্থলে দক্ষতার সাথে কোনো কাজ সম্পন্ন করতে পেরে সকলের দৃষ্টি আকর্ষন করতে পারবেন। সাংসারিক ক্ষেত্রে চলতে থাকা জটিলতার অবশান আশা করতে পারেন। মধ্যভাগে আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক জটিলতা দেখা দেবে। গোপন কোনো উৎস থেকে অর্থ লাভের যোগ প্রবল। খাদ্য ও পানিয় প্রস্তুতকারকদের প্রশাসনিক জটিলতা থেকে হতে হবে সাবধান। শেষ দিকে ই-কমার্সের ব্যবসায় আশানুরুপ সফলতা আসবে। ছোট ভাই বোনের সাহায্য সহযোগিতা পেতে পারেন। নিজের প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার জন্য সময় বলবান থাকবে।শেষ দিনে আপনার প্রত্যাশা হবে পূরণ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাহায্য পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২২অক্টোবর থেকে ২১নভেম্বর) : শুরুতেই দূরের যাত্রা যোগ প্রবল। বিদেশ যাত্রার সুযোগ আসবে। সাংসারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। প্রবাসীদের কর্মজীবনে ঘটতে পারে অপ্রত্যাশিত কোনো ঘটনা। আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় করতে হবে। মধ্যভাগে রহস্যজনক কাজের মাধ্যমে আয় রোজগার হতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কের অবনতির ভয়। সংসারে অশান্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। সপ্তাহর শেষ দিকে ব্যবসা বাণিজ্যে উন্নতি আশা করতে পারেন। আয় রোজগারের চাকা পূণরায় হবে সচল। ধার দেওয়া টাকা ফিরে পাওয়ার সময়। শেষ দিনে বিদেশ থেকে কোনো কাঙ্খীত সংবাদ আসবে। অনলাইনের কেনাকাটায় লাভের আশা করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর) : বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে আনন্দ করার সময়। বড় কোনো বিনিয়োগের পরিকল্পনায় অগ্রগতি হবে। আর্থিক অনিশ্চয়তা যাবে দূর হয়ে। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে চলেছে। মধ্যভাগে রহস্যজনক কিছু ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে দেখা দেবে জটিলতা। প্রবাসীদের কর্মস্থলে গোপন শত্রæতার শিকার হতে হবে। আর্থিক অগ্রগতির চেয়ে রহস্যজনক জটিলতা দূর করতে হবে অর্থ ব্যয়। শেষ দিকে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন। কর্মস্থলে হারানো সম্মান পূণঃরুদ্ধারের যোগ। শেষ দিনে বকেয়া বিল আদায় হবে। ব্যবসায়ীক ভাবে লাভবান হবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি) : শুরুতেই রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে হারানো সম্মান ফিরে পাওয়ার আশা। পারিবারিক জীবনে পিতার সাহায্য সহাযোগিতা পেতে পারেন। কর্মস্থলে প্রভাবশালী কর্মকর্তার সাহায্যে বদলীর সুযোগ আসবে। মধ্যভাগে আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক উৎস পেতে পারেন। বড় ভাই এর সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধুর সাথে দেখা দেবে মনমালিণ্য। চাকরিজীবীদের সতর্ক হতে হবে। শেষ দিকে বৈদেশিক কাজে সফল হওয়ার আশা। বিদেশ যাত্রার চেষ্টায় হবেন সফল। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা লাভবান হবেন। শেষ দিনে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেলেও কাজ কর্ম নিয়ে কিছুটা চাপে পড়তে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারী) : ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য দূরে যাত্রার যোগ। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পূণরায় পড়াশোনা আরম্ভ হতে চলছে। ভিসা সংক্রান্ত বিষয়ে আশানুরুপ সাফল্য লাভের আশা। মধ্যভাগে কর্মস্থলে গোপন শত্রæতা বৃদ্ধি পাবে। পদস্ত কর্মকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। চাকরি সংক্রান্ত তদবিরে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। শেষ দিকে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। বড় ভাই বোন বা বন্ধুর সাহায্য লাভের আশা। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায়ের যোগ প্রবল। শেষ দিনে কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে হবে। ভ্যাট ট্যাক্স সংক্রান্ত জটিলতার পেছনে অর্থ ব্যয় যোগ প্রবল।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী থেকে ২০ মার্চ) : সপ্তাহটি মিশ্র সম্ভাবনাময়। শুরুতেই বকেয়া টাকা পরিশোধের প্রয়োজন দেখা দেবে। পাওনাদারের কাছ থেকে নানা রকম চাপ পেতে থাকবেন। রাস্তাঘাটে হতে হবে সতর্ক। মধ্যভাগে আপনার ভাগ্য হবে আপনার সহায়। উচ্চ শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে ব্যস্ত হয়ে পড়বেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হওয়ার আশা। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভের সুযোগ পাবেন। শেষার্ধে কর্মস্থলে সফল হতে পারবেন। নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ পাওয়া যাবে। পদস্ত কর্মকর্তার সাহায্যে হারানো পদ ফিরে পাওয়ার আশা। শেষ দিকে আপনার আর্থিক অবস্থা হয়ে উঠবে বলবান। তবে ভ্রাতৃ ও বন্ধু বিরোধে জড়িয়ে পড়তে পারেন। নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন।