উৎসবমুখর পরিবেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। সকালে চাঁদপুর সদরের কে আর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়। শিক্ষার্থীদের হাত ধোয়া, তাপামাত্রা মাপা, স্যানিটাইজ করার পর নতুন মাস্ক পরিয়ে প্রবেশ করানো হয়। স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
স্কুলের প্রধান শিক্ষক ইতি ঠাকুর জানান, ঈদের আনন্দের মতোই উচ্ছ্বাসে ভাসছে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ও প্রতিষ্ঠানের সকল কর্মচারী। তিনি আরও বলেন, এত আনন্দ তবুও মনে রয়েছে ভয়, উৎকন্ঠা। কারণ দীর্ঘ্য দিন পর শিশুরা ঘর ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে। এখানে এসে যাতে কোন শিশুই যেন অসুস্থ না হয়ে পড়ে সে জন্য স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চালানোর সব ধরনের ব্যবস্থা রয়েছে।
স্কুলের প্রথম দিনেই কোন শিশুকে পড়া-লেখা করতে হয়নি। তাদের সঙ্গে শুধু গল্প করেই সময় কাটানো হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে করোনাকালীন তাদের সময় কাটানোর গল্প।