বিশ্ব শান্তি ও জগতের সকল জীবের মঙ্গল কামনায়
৪৫ তম বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী শ্রিশ্রি মহানাম সংকির্তন।বাজুয়া-খুটাখালী ঐতিহ্যবাহী আর্য্যহরিসভা প্রঙ্গণে ৩ ফাল্গুন ১৪৩১ বাংলা ইংরাজী ১৬ ফ্রেবুয়ারি (২০২৫) রবিবার সন্ধ্যায় কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে মঙ্গলঘট স্হাপন।
শুভ গন্ধাধিবাস ও ভাগবত আলোচনার মধ্যে দিয়ে শুরু হয়েছে।৪ ফাল্গুন সোমবার প্রতুষ কাল থেকে অবিরাম মহানাম সংকির্তন চলতে থাকবে এবং১০ ফাল্গুন সোমবার প্রত্যুষ মহানাম সমাপন হবে।৮ টি নামি দামি কর্তন দল মহা সংকির্তন পরিবেশন করবে। এ সময় উপস্হিত ছিলেন আর্য্যহরিসভার মহা পরিচালকসরোজিত কুমার রায়,,পরিচালক মানস রায় পরিচালক নিমাই চাঁদ দাস,পরিচালক নারায়ন রায় মলয় রায়,রাধাকান্ত মন্ডল,সাধারন সম্পাদক প্রবীর রায় বাপী,সহ সম্পাদক প্রদীপ সরদার,সুভাষ রায়, তরুন মন্ডল,কোষাধ্যক্ষ দীপক কুমার সরদার,প্রচার সম্পাদক কালীপদ বিশ্বাষ,ধর্মবিষয়ক সম্পাদক অশোক মন্ডল,সাংম্কৃতিক বিষয়ক সম্পাদক পরিমল বিশ্বাস,সমর সরকার সহ সকলসদস্য বৃন্দ।
মানুষ অমৃতের সন্তান। কলিযুগে মানুষ রিপুর তাড়নায় তাঁর উৎস্য ও অস্তিত্বকে বিস্মৃত হয়ে উদভ্রান্তের মত মরিচিকার পিছনে ছুটে চলেছে।অর্থ,বিত্ত,স্বীয়স্বার্থ জড়িত নেতৃত্ব আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে সত্য ও সুন্দরের পথ খুঁজে পাচ্ছেনা।
এই দুঃখময় অবস্হান থেকে মুক্তি পেতে প্রেমময় শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত পুণ্য পথ পানে যাত্রা করতে হবে।সেই যাত্রা পথের পাথেয় সংগ্রহের উদ্যোশে এবার ও বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভার আয়োজনে ৫৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারক ব্রহ্ম মহানাম কির্তন অনুষ্ঠিত হচ্ছে।আর্যহরিসভার কমিটি জানায় এবারে লক্ষ সনাতন ধর্মাবলম্বীর পদচারনায় তির্থভুমিতে পরিনত হবে আর্য্য হরিসভা অঙ্গন।