মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলা মটুকপুর রাহমানিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসা ৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ।১৬ ই ফেব্রুয়ারি রবিবার বাদ আসর হইতে গভীর রাত পর্যন্ত, উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত ওয়াজ মাহফিলে ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র মাদ্রাসা সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আলী আসগর রিপন মল্লিক।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব দিঘীরপাড় আল্লামা মুফতি হাফিজুউদ্দীন দা, বা,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মোমেন (মুরাদাবাদী) বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকী মনপুরী, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম বুলবুল । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবসর) আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা, ওয়াজ মাহফিল পরিচালনা করেন মাওলানা মুফতি সা’দ সা’দী মোল্লা, হাফেজ মাওলানা জুবায়ের বিন নাসি,হাফেজ মাওলানা রফিকু ইসলাম ।
ওয়াজ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলাকার যুব সমাজ ও মুরুব্বিগণ।
ওয়াজ মাহফিল শেষে দেশের শান্তি কামনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।