দীর্ঘ বিরতির পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সকল কওমি মাদরাসা খুলে দেওয়া হয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব কওমি মাদরাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তারা বলেন, গত বেশ কয়েকমাস ধরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলদের কাছে আমরা বারবার মাদরাসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন। আলহামদুলিল্লাহ, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে হেফাজতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
হেফাজত আমির ও মহাসচিব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিশেষ করে কওমি মাদরাসার দায়িত্বশীল ও ছাত্র-শিক্ষকদের প্রতি করোনা স্বাস্থ্যবিধি মেনে পাঠদানসহ মাদরাসার দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য আহ্বান জানান।