Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের পূবাইলে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর জেলা প্রতিনিধি)
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর হায়দরাবাদ মজিবুর মার্কেট এলাকায় স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

সোমবার সন্ধ্যায় নগরীরর ৩৯ নং ওয়ার্ডের মজিবুর মার্কেট এলাকার মাঠে অনুষ্ঠিত এ খেলায় বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেছেন।
মোঃ আবুল কাশেম খান, আহ্বায়ক গাজীপুর মহানগর মৎস্যজীবি দল এর সভাপতিিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিষয়ক কর্মকর্তা ও নুরুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নূরুজ্জামান মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান মৃধা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে হবে। এতে করে তাদের মানসিক বিকাশ ঘটবে।

প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ আতাউর রহমান,সিনিয়র সাব এডিটর ও অনলাইন ইনচার্জ,দৈনিক যুগান্তর, মোঃ আলমগীর হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী। বক্তব্যে আতাউর রহমান বলেন, তরুণদের শৈশব থেকেই সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি দেশপ্রেম তৈরি করতে হবে। তরুণরাই আগামী দিনে রাষ্ট্র মেরামতে মুখ্য ভূমিকা রাখবে। এজন্য তাদেরকে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সফলতা দেখিয়ে নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে হবে।

খেলায় পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ উজ্জামান মৃধা, সাংগঠনিক সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বিএনপি ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুস সাত্তার, সভাপতি ৩৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।
সার্বিক সহযোগিতায় ছিলেন শাহিন আলম,প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক হায়দরাবাদ প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুল, আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা স্পোটিং ক্লাব এর সদস্যবৃন্দসহ অসংখ্য দর্শক ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেন অতিথিরা।